১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৮

চলতি বছরের শেষ ‘ইত্যাদি’ আজ

বিনোদন ডেস্ক:

বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে আজ রাত ৮টার সংবাদের পর প্রচারিত হবে ইত্যাদি’র চলতি বছরের শেষ পর্ব। কক্সবাজার সমুদ্র সৈকতে ধারণ করা হয়েছে এ পর্বটি। জনপ্রিয় এ ম্যাগাজিন অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

এবারের পর্বে কক্সবাজারের অনেক অজানা অনুপ্রেরণাদায়ক স্থান ও মানুষের গল্প উঠে এসেছে। ১৩ ডিসেম্বর হিমছড়ি যাওয়ার পথে মেরিন ড্রাইভের পাশে দরিয়া নগরে শুরু হয় অনুষ্ঠানটির দৃশ্যধারণ।

ইত্যাদিতে নিয়মিত পর্বগুলোর পাশাপাশি এবার থাকছে কক্সবাজারকে ঘিরে নানা অজানা ও বিস্ময়কর বিষয়ের ওপর প্রতিবেদন। থাকছে সাগরপাড়েই ‘মধু হই হই’ গান গেয়ে আলোচিত হওয়া বালক জাহিদ। রবি চৌধুরীর সঙ্গে ইত্যাদির মঞ্চে গান গেয়েছে সে।

মুকিমুল আনোয়ারের শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ডিসেম্বর ২৯, ২০১৭ ৪:০২ অপরাহ্ণ