১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৪০

গণতন্ত্রের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে জনগণকে নিয়ে রুখে দেবো আমরা : নোমান

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, স্বৈরাচার আইয়ুব খান ও ইয়াহিয়া খান পরাজিত হয়েছেন। তাদের বন্দুক কোনো কাজে আসেনি। এরশাদ ক্ষমতায় থাকার জন্য বহু চেষ্টা করেছেন কিন্তু পারেননি। গণতন্ত্রের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে আমরা রুখে দেবো।

শুক্রবার দুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নোমান বলেন, আমরা মনে করি রাজনীতিতে ষড়যন্ত্র আছে। দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ থাকে কিন্তু এই ষড়যন্ত্র আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে। তাকে জনবিচ্ছিন্ন করার অপপ্রয়াস। আমরা এই অপপ্রয়াসের বিরুদ্ধে লড়ে যাবো।

তিনি আরও বলেন, বিচার বিভাগকে যেভাবে আজকে সরকার গিলে খাচ্ছে এবং তাদের নিয়ন্ত্রণে নিয়ে গিয়ে নিজেদের ইচ্ছা পূরণের অপচেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে ও আমরা লড়াই করবো।

নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বিএনপি সরকারের সঙ্গে আলোচনা চায় জানিয়ে তিনি বলেন, আমরা সরকারের সঙ্গে আলোচনা করতে চাই সরকার না করলে আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, কৃষক দলের সহ-সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, এম এ তাহের, নাজিম উদ্দীন মাষ্টার, এ কে এম মোয়াজ্জেম হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক তকদির হোসেন, মো. জসিম ও কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল আলিম প্রমুখ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ২৯, ২০১৭ ২:৩৫ অপরাহ্ণ