১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৫

চট্টগ্রাম ও খুলনায় নৌবাহিনীর সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া উপলক্ষে চট্টগ্রাম ও খুলনায় সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার ‘এক্সারসাইজ সেফ গার্ড-২০১৭’ অনুষ্ঠিত হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে চট্টগ্রামের বানৌজা ঈসা খানের স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিক্সে (এসএমডব্লিউটি) চট্টগ্রাম নৌ অঞ্চলের দুই দিনব্যাপী সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার বৃহস্পতিবার শেষ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল এম আবু আশরাফ। এ সময় চট্টগ্রাম নৌ অঞ্চলের উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন মেরিটাইম সংস্থার উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, বুধবার খুলনা নৌঅঞ্চলে নৌবাহিনী ঘাঁটি বানৌজা তিতুমীরের ফেয়ারওয়ে মাল্টিপারপাস হলে একই বিষয়ে সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমডোর কমান্ডিং খুলনা, কমডোর সামসুল আলম। এ সময় অন্যান্যের মধ্যে খুলনা নৌ অঞ্চলের উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন মেরিটাইম সংস্থার ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ২৯, ২০১৭ ২:২৮ অপরাহ্ণ