১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২০

শাহজালালে বিমান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক:

ঘন কুয়াশার কারণে সাড়ে নয় ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে শাহজালাল বিমানবন্দরের বিমান চলাচল।
রাতে হঠাৎ ঘনকুয়াশা দেখা দিলে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেও রানওয়ে থেকে ফিরে আসে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। এছাড়া জেদ্দাসহ বিভিন্ন স্থান থেকে আসা ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে কলকাতায় অবস্থান করছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘন কুয়াশার কারণে এখন পর্যন্ত ৪টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। সিডিউল বিপর্যয়ে যাত্রীরা পড়েছেন বিপাকে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ২৯, ২০১৭ ১০:৪৩ পূর্বাহ্ণ