২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:৫৭

নিউ ইয়কের্র ব্রঙ্কসে অগ্নিকাণ্ডে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রঙ্কসে একটি এপার্টমেন্টে অগ্নিকাণ্ডে অন্তত ১২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এই আগুন লাগে বলে এবিসি টিভিসহ যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবরে বলা হয়।
ব্রঙ্কসের মেয়র বিল ডে ব্লাসিও এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, অগ্নিকাণ্ডে এক নবজাতকসহ ১২ জন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন চারজন।
সংবাদ সম্মেলনে অগ্নি নির্বাপন বাহিনীর কর্মকর্তা ড্যানিয়েল নিগ্রো বলেন, নিহতদের মধ্যে ১ বছর বয়সি থেকে শুরু করে ৫০ বছর বয়সী ব্যক্তি রয়েছেন। তারা এপার্টমেন্ট ভবনটির বিভিন্ন তলার বাসিন্দা।
পাঁচ তলা ওই ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে।
ব্রঙ্কস চিড়িয়াখানা ও ফোর্ডহ্যাম ইউনিভার্সিটির কাছে প্রসপেক্ট এভিনিউতে ওই ভবনটির অবস্থান।
টিভিতে যে ছবি দেখা গেছে, তাতে ভবনে বাইরের অংশে তেমন ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়নি।
আগুন নেভাতে কাজ করছে অগ্নি নির্বাপক বাহিনী।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ২৯, ২০১৭ ১০:৩৭ পূর্বাহ্ণ