১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৪

বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় : খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান আওয়ামী অবৈধ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় ওরা পুলিশের ভোটে নির্বাচিত তাই জনগণ দেখলে ভয় পায়। বৃহস্পতিবার বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে অনুষ্ঠিত উত্তর জেলা বিএনপি আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সংসদ ভেঙ্গে দিয়ে করতে হবে, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন এদেশের মাটিতে হবেনা।

প্রধান অতিথি ড. খন্দকার মোশারফ হোসেন আরো বলেন, যারা দেশের মানুষের কথা বলার অধিকার কেড়ে নেয় তারা গণতান্ত্রিক দল হতে পারে না। আ,লীগ যখনই ক্ষমতায় আসে তখনই ক্ষমতায় থাকার জন্য পাগল হয়ে যায়। আজ আ,লীগ রাজনৈতিক প্রতিহিংসায় তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে সাজা দেয়ার পাঁয়তারা চালাচ্ছে, বেগম জিয়াকে অন্যায়ভাবে শাস্তি দেয়া হলে দেশের জন্য শুভ হবে না।

তিনি আরো বলেন, সুপ্রিম কোর্টের ষোড়শ সংশধনী রায়ে বলা হয়েছে এটা নির্বাচিত সরকার নয়। তাই আগামী জাতীয় নির্বাচনে জনগন সুস্থ ভাবে ভোট দিতে পারলে এদের কারো জামানত থাকবে না বলেই তারা সংসদ সচল রেখে নির্বাচন করতে চায়। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে ঐক্যবদ্বভাবে সকল নেতা-কর্মীদের কাজ করার আহবান জানান তিনি।

বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধানবক্তা হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি অ্যাড. মোঃ মজিবর রহমান সরোয়ার। কর্মী সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আকন কুদ্দুসুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ও বিএম কলেজের সাবেক ভিপি মাহাবুবুল হক নান্নু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ আবুল হোসেন খান, নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, জেলা দক্ষিণ জেলা বিএনপি সভাপতি আলহাজ এবায়েদুল হক চাঁন প্রমুখ।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ডিসেম্বর ২৮, ২০১৭ ৭:৫০ অপরাহ্ণ