১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৯

ব্যবসায়ী নেতা আতিকুলই আওয়ামী লীগের মেয়র প্রার্থী!

নিজস্ব প্রতিবেদক:

ব্যবসায়ী নেতা আতিকুল ইসলামই হচ্ছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী। আওয়ামী লীগের বিভিন্ন মাধ্যমে এমনই গুঞ্জন ভেসে বেড়াচ্ছে উচ্চস্বরে। আর সম্ভাব্য এই প্রার্থীও জানিয়েছেন দল থেকে সবুজ সংকেত পেয়েই মাঠে নেমেছেন তিনি।

মনোনয়নের চূড়ান্ত বৈঠক না হলেও আতিকুল ইসলামের প্রতি আস্থা রাখার ইঙ্গিত দিচ্ছেন খোদ মনোনয়ন বোর্ডের সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

এ প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, ‘চূড়ান্ত হওয়ার আগে কারও নাম বলা ঠিক হবে না। তবে যিনি নিজে সংকেত পাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি হয়তো কোনো সংকেত পেতেও পারেন। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই সঠিক ও যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিবেন।’

গেল ৩০ নভেম্বর মেয়র আনিসুল হকের মৃত্যুতে শূন্য হয় ডিএনসিসির মেয়র পদ।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ডিসেম্বর ২৮, ২০১৭ ৭:২৯ অপরাহ্ণ