লাইফ স্টাইল ডেস্ক:
ছেলেদের ফ্যাশন নিয়ে এটিই প্রথম মেলা। অনলাইনভিত্তিক কিছু ফ্যাশন ব্রান্ডের সহযোগিতায় এটি আয়োজিত হচ্ছে। ২২ ডিসেম্বর শুরু হওয়া এ মেলা ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে, মহাখালী ডিওএইচএসয়ের কসমস গ্যালারিতে।
উদ্যোগের পেছনে রয়েছে জেন্টেলমান্স ওয়ারদ্রবয়ের প্রতিষ্ঠাতা ও ক্রিয়েটিভ ডিরেক্টর শাবাব দ্বীন শারেক। তিনি জানান, মার্জিত ফ্যাশনেবল পোশাক একজন পুরুষের মৌলিক প্রয়োজনীয়তা। ভদ্রলোকের পোশাকই তার মান ও মর্যাদা পরিচয় দেয়। গাম্ভীর্যও ফুটে ওঠে।
এবার ৫টি অনলাইন ব্র্যান্ড নিয়ে এই উদ্যোগের পথযাত্রা। মেলায় অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলো হলো- জেন্টেলমান্স ওয়ারদ্রব, ঢাকা বুট বার্ন, স্ট্রিট ল, সুয়েনো এবং সারটোরিয়াল। মেলায় ক্রেতারা পাবেন স্যুট, শার্ট, প্যান্ট, টাইসহ আরও অনেক কিছু।
মেলাটি সমাজের বিভিন্ন শ্রেণির-পেশার মানুষের মধ্যে ব্যাপক সাড়া পেয়েছে। আয়োজকরা আগামী ঈদকে সামনে রেখে এ মেলা বড় করে আয়োজনের পরিকল্পনা করছে।
দৈনিক দেশজনতা/এন এইচ