শিল্প–সাহিত্য ডেস্ক:
দেশের প্রাচীনতম সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে ঢাকায় তিন দিনব্যাপী ‘জাতীয় সাংস্কৃতিক সম্মেলন’ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। এই সাংস্কৃতিক আসরের মূল স্লোগান হচ্ছে ‘দ্রোহে বিদ্রোহে বিপ্লবে গড়ি বিশ্ব সপ্তসুরে’।
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আজ (বৃহস্পতিবার) বিকেল ৩টায় সম্মেলন উদ্বোধন করবেন প্রবীণ কৃষক নেতা, সত্যেন সেনের সহচর ও লোকশিল্পী আবদুল হাশিম। উদীচীর সহ-সভাপতি অধ্যাপক বদিউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনেতা সৈয়দ হাসান ইমাম।
এছাড়া আগামীকাল শুক্রবার কামাল লোহানী এবং শনিবার গোলাম মোহাম্মদ ইদু অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রতিদিন বিকেল ৩টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে উদীচীর বিভিন্ন জেলা ও উপজেলা শাখার শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন।
দৈনিক দেশজনতা/এন এইচ