১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৭

কেরানীগঞ্জে ভারতীয় রুপির কারখানার সন্ধান, আটক ২

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে ভারতীয় জাল রূপি তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। কারখানায় অভিযান চালিয়ে ১০ লাখ জাল রুপি ও জাল রুপি তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান এই তথ্য জানিয়েছেন। এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুর ১২টায় গণমাধ্যমকে ব্রিফ করা হবে। কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ২৮, ২০১৭ ১২:২৬ অপরাহ্ণ