১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৫

জয়াবর্ধনেকে ছাড়িয়ে নতুন উচ্চতায় কুক

স্পোর্টস ডেস্ক:

দীর্ঘদিন ধরেই ফর্মে ছিলেন না অ্যালেস্টার কুক। অ্যাশেজ সিরিজের প্রথম তিন টেস্টেই বড় ইনিংস খেলতে ব্যর্থ হন এই ইংলিশ ব্যাটসম্যান। তবে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ছন্দে ফিরলেন কুক। বুধবার টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করে দুটি মাইলফলক গড়েন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টেস্টের প্রথম ইনিংসে ৩২৭ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে কুকের সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। দিন শেষে কুক ১০৪ এবং জো রুট ৪৯ রান নিয়ে অপরাজিত রয়েছেন। টেস্টে এটি কুকের ৩২তম সেঞ্চুরি। প্রায় ২০১১-১২ সালের পর অ্যাশেজে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন তিনি।

ক্যারিয়ারের ৩২তম সেঞ্চুরির মাধ্যমে দারুণ দুটি রেকর্ড গড়েন কুক। স্টিভ ওয়াহর করা সপ্তম সর্বোচ্চ ৩২ টেস্ট সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেন তিনি। একইদিন মাহেলা জয়াবর্ধনেকে (১১৮১৪) টপকে টেস্টের সর্বকালের অষ্টম সর্বোচ্চ রান সংগ্রাহক বনেন কুক (১১৮১৬)। বর্তমানে খেলছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে কুকই সর্বোচ্চ রান সংগ্রহকারী। তার ওপরে থাকা সাতজনই অবসরে গেছেন।

টেস্টে ১৫৯২১ রান নিয়ে সবার ওপরে রয়েছেন শচীন টেন্ডুলকার। সর্বোচ্চ ৫১টি সেঞ্চুরিও মাস্টার ব্লাস্টারের। শচীন ছাড়া সেঞ্চুরি সংখ্যায় কুকের ওপরে রয়েছেন জ্যাক ক্যালিস (৪৫), রিকি পন্টিং (৪১), কুমার সাঙ্গাকারা (৩৮), রাহুল দ্রাবিড় (৩৬), ইউনিস খান, সুনিল গাভাস্কার, ব্রায়ান লারা ও মাহেলা জয়াবর্ধনে। শেষের চারজন সমান ৩৪টি করে সেঞ্চুরি করেছেন।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :ডিসেম্বর ২৭, ২০১৭ ৮:০৫ অপরাহ্ণ