১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০১

আটক সৌদি প্রিন্সরা ছাড়া পাচ্ছেন অর্থের বিনিময়ে

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবে ‘দুর্নীতিবিরোধী’ অভিযানে গ্রেপ্তার হওয়া প্রায় ২০ প্রিন্স এবং কর্মকর্তাকে মুক্তি দেয়া হয়েছে। অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে সমঝোতা হওয়ায় তাঁদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন দেশটির অর্থ মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা, কয়েকজন ব্যবসায়ী ও সরকারের উপদেষ্টা।
খবরে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া আরও লোকজন সামনের দিনগুলোতে ছাড়া পেতে পারেন। তাঁদের ক্ষেত্রেও লেনদেনের মাধ্যমে সমঝোতা হওয়ার সম্ভাবনাই বেশি। সৌদি কর্তৃপক্ষ এই মাসের শুরুতে ঘোষণা দিয়েছিল, দুর্নীতির অভিযোগে তাঁরা ১৫৯ ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন। তাঁদের অধিকাংশই অর্থের বিনিময়ে মুক্তির ব্যাপারে সমঝোতায় রাজি হয়েছেন।
‘দুর্নীতি দমনের’ অংশ হিসেবে একটি কমিটি গঠন করেছেন সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ। এর প্রধান করেছেন যুবরাজকে। এরপর থেকে শুরু হয় ধরপাকড়। নভেম্বরের প্রথম সপ্তাহে দুর্নীতির অভিযোগে প্রিন্স আলওয়ালিদ বিন তালালসহ ১১ যুবরাজ ও সাবেক এবং বর্তমান ৩৮ মন্ত্রীকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের কর্তৃপক্ষ। বরখাস্ত করা হয়েছে নৌবাহিনীর প্রধানকেও।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :ডিসেম্বর ২৭, ২০১৭ ৭:৩২ অপরাহ্ণ