২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১০:৫৯

সাভারে ৬ হাজার মুরগির বাচ্চা পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক:

সাভার পৌর এলাকার পশ্চিম রাজাশনে বুধবার ফজলুল হক দেওয়ানের মালিকানাধীন মুরগির খামারে অগ্নিকাণ্ডে ছয় হাজার মুরগির বাচ্চা ও ঘর পুড়ে ছাই হয়ে যায়। মালিক পক্ষ থেকে ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় ৬ লাখ টাকা বলে দাবি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সোয়া ১২টার সময় পশ্চিম রাজাশনের ফজলুল হক দেওয়ানের মালিকানাধীন খামারটিতে আগুনের সূত্রপাত হয়। মুরগির সেডে কাগজ,চটের কাপড়,তুষ ও ব্রুডারের উচ্চ তাপমাত্রার কারনে আগুন মুহুর্তের মধ্যে প্রায় ২ হাজার ৫ শ’ স্কয়ার ফুটের ঘরটিতে আগুন ছড়িয়ে পড়লে প্রথমে খামারের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে সাভার ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসে। ততক্ষণে আগুনে ৬ হাজার ব্রয়লার বাচ্চা ও মুরগির ঘর পুড়ে ছাই হয়ে যায়।

সাভার ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ পরিদর্শক আরদেশ আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় দু’দিন বয়সের ৪ হাজার বাচ্চাসহ পুরো ঘর পুড়ে গেছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ডিসেম্বর ২৭, ২০১৭ ৫:২৫ অপরাহ্ণ