১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৮

রংপুরে হিন্দু পল্লীতে হামলা: প্রকৌশলী ফজলার রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক:
রংপুরের ঠাঁকুরপাড়ায় সংখ্যালঘুর বাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় অভিযুক্ত রংপুর জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী ফজলার রহমানকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আজ বুধবার দুপুরে রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। একই সময় আসামি পক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন করলে বিচারক নামঞ্জুর করেন।
এর আগে গত শুক্রবার রাতে ঢাকার শ্যামলী এলাকা থেকে প্রকৌশলী ফজলার রহমানকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা-বাহিনীর সদস্যরা। পরে গংগাচড়া থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে ৬ সদস্যের একটি দল তাকে ঢাকা থেকে রংপুরে নিয়ে আসেন।
প্রসঙ্গত, ফেসবুকে ধর্মীয় কটূক্তির ঘটনাকে কেন্দ্র করে গত ১০ নভেম্বর শুক্রবার রংপুরে পরিকল্পিতভাবে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় পুলিশ ও সংঘবদ্ধ দুর্বৃত্তদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে হাবিবুর রহমান হাবিব (৩০) নামে এক যুবক নিহতসহ আহত হয় অর্ধশতাধিক। এ ঘটনায় কোতোয়ালী থানার এসআই রফিকুল ইসলাম রফিক বাদী হয়ে গ্রেফতারকৃত ৩৬ জনকে আসামি দেখিয়ে আরো অজ্ঞাতনামা ৩ হাজার দুর্বৃত্তের নামে এবং গংগাচড়া থানায় এসআই রেজাউল আলম বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩ হাজার ব্যক্তির নামে মামলা দায়ের করেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ডিসেম্বর ২৭, ২০১৭ ৫:১৯ অপরাহ্ণ