নিজস্ব প্রতিবেদক:
টেকনাফে ৩৫ হাজার ইয়াবাসহ মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখা। মঙ্গলবার রাত ১০টার সময় টেকনাফের হ্নীলার জাদিমুরা এলাকা থেকে রশিদ উল্লাহকে (৫০) আটক করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান বলেন, চট্টগ্রাম বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে গোয়েন্দা শাখার সহকারী পরিচালক মো. জিললুর রহমানের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাত ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের জাদিমুরার একটি বাড়ি থেকে রশিদ উল্লাহকে আটক করা হয়। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে একটি পলিথিনের ব্যাগের ভেতর থেকে ৩৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
আটক রশিদকে টেকনাফ থানা পুলিশে সোর্পদ করা হয়েছে । তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রশিদকে আজ(বুধবার) দুপুরে কক্সবাজার বিচারিক হাকিম আদালতে পাঠানো হবে।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

