নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নগরীর হড়গ্রাম নতুনপাড়া এলাকায় আমান জুটমিলের বাস উল্টে অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন। আজ বুধবার সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, রাজশাহী নগরীর অদূরে মতিহারের খড়খড়ি এলাকায় অবস্থিত আমান জুটমিলের শ্রমিকদের নিয়ে একটি বাস কাশিয়াডাঙার দিকে যাচ্ছিল। বাসটি কুয়াশার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ১০ শ্রমিক আহত হন। খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের দল গিয়ে আহতদের উদ্ধার করে।
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া বাসটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন কর্মকর্তা ফরহাদ হোসেন জানান।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

