১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২২

ঘুষের ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

ঘুষ নিতে বলার সাহস আমার নেই-গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদের ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আগামীকাল বুধবার বেলা ১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। শিক্ষামন্ত্রী  নুরুল ইসলাম নাহিদ এত বক্তব্য রাখবেন। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আফরাজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, রোবরার শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরে ডিজিটাল মনিটরিং ব্যবস্থার ওপর এক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, শুধু কর্মকর্তা-কর্মচারীরা নন, মন্ত্রী-এমপিরাও দুর্নীতি করেন। তাই ঘুষ না নিতে বলার সাহস আমার নেই।

এ সময় শিক্ষামন্ত্রী শিক্ষা অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের সহনীয় মাত্রায় ঘুষ নেওয়ার পরামর্শ দেন। ডিআইএ-এর পরিচালক অধ্যাপক আহমদ সাজ্জাদ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম-সচিব আহমেদ শামীম আল-রাজী, ডিআইএ-এর যুগ্ম-পরিচালক বিপুল চন্দ্র সরকার প্রমুখ বক্তৃতা করেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ২৭ জন কর্মকর্তার মাঝে ল্যাপটপ বিতরণ করেন। পরিদর্শন ও নিরীক্ষা এবং ই-ফাইলিং শীর্ষক প্রশিক্ষণে অংশগ্রহনকারীদের সনদও দেন তিনি। শিক্ষামন্ত্রীর এ বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ২৬, ২০১৭ ৪:১৮ অপরাহ্ণ