নিজস্ব প্রতিবেদক:
নিউজিল্যান্ড সফরে টেস্টের পর ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশ বরণ করে নিতে হলো ওয়েস্ট ইন্ডজকে। সেটিও অসহায় আত্মসমর্পণের মধ্যে দিয়ে। মঙ্গলবার হ্যাগলি ওভালে বৃষ্টি বিঘ্নিত ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা কিউইদের বিপক্ষে মোটেও লড়াই করতে পারেননি। ২৩ ওভারে নেমে আসা ম্যাচটিতে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৩১ রান করেছিল নিউজিল্যান্ড। জবাবে ৯ উইকেটে ৯৯ রানের বেশি করতে পারেনি জেসন হোল্ডারের ওয়েস্ট ইন্ডিজ। ৯ রানে ৫ উইকেট হারানোর পর সেটিই বা কম কি। ক্যারিবীয় দলে আছে ক্রিস গেইলের মতো ব্যাটসম্যান।
এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে কিউইরা ১৯ ওভারে ৩ উইকেটে ৮৩ রান করার পরই বৃষ্টি নামে। পরে খেলা শুরু হলেও ম্যাচ দাঁড়ায় ২৩ ওভার করে। অর্থাৎ বৃষ্টির পর আর ৪ ওভার ব্যাট করে স্বাগতিকরা। সেই চার ওভারে ৪৮ রান যোগ করে তারা। রস টেইলর অপরাজিত ৪৭ রান করেন। তার ৫৪ বলের ইনিংসে ছিল ৬টি চার। এছাড়া টম লাথামের ব্যাট থেকে আসে ৩৭ রান। ক্যারিবীয়দের পক্ষে শেলডন কোট্রেল। ১টি করে উইকেট নেন জেসন হোল্ডার ও নিকিতা মিলার।
জয় পেতে ২৩ ওভারে চাই ১৩২ রান। ক্রিস গেইল যে দলে সে দলের জন্য তো সেটি ব্যপার হওয়ার কথা ছিলো না। কিন্তু টানা ব্যর্থতার মাঝে ডুবে থাকা ওয়েস্ট ইন্ডিজ গেইলের ব্যাট থেকেও ৪ রানের বেশি পায়নি। ট্রেন্ড বোল্টের তোপে আসলে এদিন ধস নামে ক্যারিবীয় টপ অর্ডারে। মাত্র ৯ রানে ৫ উইকেটে হারিয়ে বসে দলটি। এরপর অধিনায়ক জেসন হোল্ডারের ৩৪ ও নিকিতা মিলারের অপরাজিত ২০ রানে কোন রকমে ৯ উইকেটে ৯৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। কিউইদের পক্ষে ট্রেন্ট বোল্ট ও মিশেল সান্টনার সর্বোচ্চ ৩টি করে উইকেটে নেন। এছাড়া ম্যাট হেনরি ২টি ও টড অ্যাসলে ১টি করে উইকেটে নেন।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ২৩ ওভারে ১৩১/৪ (মুনরো ২১, টেইলর ৪৭*, লাথাম ৩৭, নিকোলস ১৮*; কোট্রেল ২/১৯, হোল্ডার ১/২১, নিকিতা ১/২৬)
ওয়েস্ট ইন্ডিজ: ২৩ ওভারে ৯৯/৯ (হোল্ডার ৩৪, নিকিতা ২০*, গ্যাব্রিয়েল ১২*; বোল্ট ৩/১৮, সান্টনার ৩/১৫, হেনরি ২/১৮, অ্যাসলে ১/২৪)
ফল: নিউজিল্যান্ড ৬৬ উইকেটে জয়ী (ডি/এল ম্যাথড)।
ম্যাচ সেরা: রস টেইলর।
সিরিজ সেরা: ট্রেন্ট বোল্ট।
দৈনিক দেশজনতা /এমএইচ