১৪ই জানুয়ারি, ২০২৬ ইং | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৮:৫৮

রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৪১

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে মাদকদ্রব্যসহ ৪১ জনকে গ্রেফতার করেছে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। ডিএমপির উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, সোমবার সকাল ৬টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬২২ পিস ইয়াবা ট্যাবলেট, ৬১০ গ্রাম ৩০০ পুরিয়া হেরোইন, ১ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১০০ বোতল ফেন্সিডিল ও ২৮টি নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ২৬, ২০১৭ ২:০৭ অপরাহ্ণ