১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৮

ঢাকার ১৪টি সরকারি বিদ্যালয়ে লটারি কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা মহানগরের ১৪টি সরকারি বিদ্যালয়ে প্রথম শ্রেণির ভর্তি লটারি কার্যক্রম চলছে। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে বিকেল পর্যন্ত।

জানা গেছে, ১ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হয় রাজধানীর ৩৫ স্কুলে। এ কার্যক্রম চলে ১৪ ডিসেম্বর পর্যন্ত। রাজধানীর ৩৫ স্কুলে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ৭৩ হাজার আবেদনপত্র গ্রহণ করা হয়েছে। এসব স্কুলে শূন্য আসন রয়েছে প্রায় ১০ হাজার।

মঙ্গলবার মহানগরের ১৪ স্কুলে (যেসব স্কুলে প্রথম শ্রেণি রয়েছে) লটারি কার্যক্রম শুরু হয়েছে।

লটারিসংক্রান্ত বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, নীতিমালা অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে রাজধানীর ১৪ সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি কার্যক্রম শুরু হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে এ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠুভাবে পরিচালনায় শিক্ষা মন্ত্রণালয় ও মাউশির একাধিক কর্মকর্তা লটারি কার্যক্রমে উপস্থিত রয়েছেন। তাদের উপস্থিতিতে স্বচ্ছভাবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

উল্লেখ্য, ঢাকা মহানগরের সরকারি মাধ্যমিক স্কুলে ২য় থেকে ৮ম শ্রেণির ভর্তি পরীক্ষা চলে ১৯ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত। ৩০ ডিসেম্বর ফলাফল প্রকাশ করা হবে। তার সঙ্গে সামঞ্জস্য রেখে মফস্বলের স্কুলগুলো ভর্তি কার্যক্রম পরিচালনা করছে।

নীতিমালা অনুযায়ী, কেউ চাইলে জেলা প্রশাসকের সঙ্গে সমন্বয় করে উল্লেখিত সময়ের আগে-পরে ফরম বিক্রি, প্রথম শ্রেণির লটারি ও ভর্তি পরীক্ষার আয়োজন করতে পারবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ২৬, ২০১৭ ১:৪৭ অপরাহ্ণ