১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৮

আর্থিক প্রতিবেদনে বেশি মুনাফা দেখিয়েছে সেন্ট্রাল ফার্মা

নিজস্ব প্রতিবেদক:

পুঁজিবাজারের ওষুধ ও রসায়ন খাতের তালিকাভুক্ত সেন্ট্রাল ফার্মাসিটিক্যাল কর্তৃপক্ষ ২০১৬-১৭ হিসাব বছরের আর্থিক প্রতিবেদনে বেশি মুনাফা দেখিয়েছে। একই সাথে আর্থিক প্রতিবেদনে সম্পদের পরিমাণও বেশি দেখিয়েছে। কোম্পানির নিরীক্ষক প্রতিষ্ঠান কোয়ালিফাইড অফিনিয়নে (আপত্তিকর মন্তব্য) এ তথ্য জানিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস ২০১৬-১৭ হিসাব বছরের আর্থিক হিসাবে স্বল্পমেয়াদি ঋণের বিপরীতে সুদজনিত সঞ্চিতি গঠন করেনি। এর ফলে প্রতিষ্ঠানটির ব্যয় না দেখিয়ে মুনাফা বেশি দেখিয়েছে। একই সঙ্গে সম্পদের পরিমাণও বেশি দেখিয়েছে।

এছাড়া দীর্ঘমেয়াদি ঋণের ক্ষেত্রে চলতি অংশ ও দীর্ঘমেয়াদি অংশ সঠিকভাবে দেখানো হয়নি। এতে করে কোম্পানির আর্থিক প্রতিবেদনে স্বল্প ও দীর্ঘমেয়াদি দায়ের সঠিক প্রভাব পড়েনি।

কোয়ালিফাইড অফিনিয়নে আরো বলা হয়, বাংলাদেশের হিসাবমান অনুযায়ী, দেনাদারের কাছে পাওনা টাকার বিপরীতে সঞ্চিতি গঠন করা হয়নি। যাতে মুনাফা ও সম্পদ বেশি দেখানো হয়েছে।

এদিকে, কোম্পানিটির অগ্রিম প্রদত্ত কর (ট্যাক্স) রয়েছে ২২ কোটি ৮০ লাখ টাকা এবং কর বাবদ বকেয়া রয়েছে ২৪ কোটি ৩০ লাখ টাকা। কিন্তু আর্থিক হিসাবে কোম্পানি কর্তৃপক্ষ তা সমন্বয় করেনি। এছাড়াও কোম্পানিটির ব্যাংক হিসাব জব্দ করেছে ট্যাক্স কর্তৃপক্ষ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ২৬, ২০১৭ ১:১৮ অপরাহ্ণ