আন্তর্জাতিক ডেস্ক:
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ করে সৌদি জোটের বিমান হামলায় অন্তত ৭১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। রাজধানী সানার পশ্চিমে অবস্থিত দুটি এলাকা হায়েসার ও আল জারিয়ায় বিমান হামলা চালানো হয়। গত ৪৮ ঘণ্টায় এ হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, আল জারাহি এবং হায়াসে সেনা ঘাঁটির উপরে হামলা চালায় ইয়েমেন সেনারা। ইয়েমেন সেনাদের সঙ্গে বিপুল লড়াইয়ে ৫১ জন হুতি বিদ্রোহী নিহত হয়।
এ ছাড়াও রাজধানী সানা থেকে হুতিদের উৎক্ষেপন করা একটি ব্যালিস্কিট ক্ষেপণাস্ত্র উড্ডয়নের অল্প সময়ের ব্যবধানেই ধ্বংস করে দেয় সৌদি জোট। এ সময় আরও ১০ জন সাধারণ নাগরিক নিহত হয়। রাসইসা বন্দরের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় এটি ধ্বংস করে দেওয়া হয়। এ ছাড়া সোমবার সকালে একাধিক বিমানহানায় সানা এলাকায় কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে তিনজন শিশু এবং দুজন মহিলা রয়েছে। সূত্র : আল জাজিরা
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

