নিজস্ব প্রতিবেদক:
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২০ লাখ টাকা মূল্যের ৭৬০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোরে সীমান্তের বেনাপোল-পুটখালী সড়ক থেকে এসব সিগারেট জব্দ করা হয়। তবে এ সময় কোনো কাউকে আটক করেতে পারেনি বিজিবি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল সীমান্তের বেনাপোল-পুটখালী সড়ক অভিযান চালায় বিজিবি-৪৯ যশোর ক্যাম্পের একটি দল। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ১০টি ব্যাগে ৭৬০ কার্টন সিগারেট রেখে পালিয়ে যায় চোরাকারবারীরা। জব্দকৃত সিগারেটের বাজার মূল্য আনুমানিক ২০ লাখ।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার শ্রী হারাধন বলেন, জব্দকৃত সিগারেট বেনাপোল পোর্ট থানায় জমা দেয়ার প্রক্রিয়া চলছে।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

