৩রা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:২১

বেনাপোল সীমান্তে বিদেশি সিগারেট জব্দ ২০ লাখ টাকার

নিজস্ব প্রতিবেদক:

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২০ লাখ টাকা মূল্যের ৭৬০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোরে সীমান্তের বেনাপোল-পুটখালী সড়ক থেকে এসব সিগারেট জব্দ করা হয়। তবে এ সময় কোনো কাউকে আটক করেতে পারেনি বিজিবি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল সীমান্তের বেনাপোল-পুটখালী সড়ক অভিযান চালায় বিজিবি-৪৯ যশোর ক্যাম্পের একটি দল। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ১০টি ব্যাগে ৭৬০ কার্টন সিগারেট রেখে পালিয়ে যায় চোরাকারবারীরা। জব্দকৃত সিগারেটের বাজার মূল্য আনুমানিক ২০ লাখ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ২৬, ২০১৭ ১২:৩০ অপরাহ্ণ