১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৯

নিউইয়র্কে বাঙালি অধ্যুষিত পার্কচেষ্টার জামে মসজিদের নতুন কমিটি

দৈনিক দেশজনতা ডেস্ক:

নিউইয়র্কে বাঙালি অধ্যুষিত ব্রঙ্কসের প্রাচীনতম মসজিদ পার্কচেস্টার জামে মসজিদ ইনক অ্যান্ড ইসলামিক সেন্টারের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে গত ২৪ ডিসেম্বর রোববার। এদিন দুপুরে কমিউনিটি নেতৃবৃন্দ, বিপুল সংখক সদস্য ও মুসল্লিদের উপস্থিতিতে মসজিদে এ অভিষেক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শপথ পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম।

শপথ গ্রহণের পূর্বে নির্বাচন কমিশনের সদস্যসচিব সিরাজ উদ্দিন আহমদ সোহাগের পরিচালনায় এবং প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার ইফতেখার সিরাজ ও মোহাম্মদ আজিজুল করিম, ট্রাস্টিবোর্ড চেয়ারম্যান ফখরুল ইসলাম, ট্রাস্টিবোর্ড সদস্য আবু বকর চৌধুরী, বাংলা বাজার জামে মসজিদ ও বাংলাবাজার বিজনেস এসাসিয়েশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট গিয়াস উদ্দিন, ম্যানহাটান মদীনা মসজিদের প্রেসিডেন্ট অ্যাডভোকেট নাসির উদ্দীন, সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি আঃ শহীদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. খলিলুর রহমান, কোষাধ্যক্ষ মাজলুল আহমেদ।

অভিষিক্তরা হলেন, সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, সহসভাপতি (১) আঃ শহীদ, সহসভাপতি (২) জয়নাল আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. খলিলুর রহমান, সহসাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া, কালচারাল সেক্রেটারি হিফজুর রহমান চৌধুরী, ফিউনারেল সেক্রেটারি মোঃ নুরুল আহিয়া, মেইনটেনেন্স সেক্রেটারি মোঃ ফটিক মিয়া, এডুকেশন সেক্রেটারি ইসলাম উদ্দিন, কোষাধ্যক্ষ মাজলুল আহমেদ, সহকোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, সদস্য আঃ বাছির খান, আঃ মতিন, লুকমান হোসেন লুকু ও মো. মজনু মিয়া।

অনুষ্ঠানে শপথ পরিচালনার প্রাক্কালে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম বলেন, নির্বাচন আসলেই এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করার চরম কাদা ছোঁড়া-ছুড়ি শুরু হয়। অভিযোগ পাল্টা অভিযোগ ছাড়াও ব্যক্তিগত চরিত্র হননেও প্রতিপক্ষরা সকল সীমা ছাড়িয়ে যায়। সাধারণ মুসল্লিরা পড়েন চরম বিপাকে। নির্বাচনকে ঘিরে মসজিদের পবিত্রতা হুমকির মুখে পড়ে যায়।

তিনি বলেন, আল্লাহর ঘর মসজিদের পত্রিতা রক্ষায় ভবিষ্যতে ইলেকশান পরিহার করে সিলেকশনের মাধ্যমে কমিটি গঠন করা যায় কিনা সাধারণ মুসল্লিদের তরফ থেকে এ দাবি থাকল নতুন কমিটির কাছে।

বাংলা বাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আলহাজ্ব গিয়াস উদ্দিন পার্কচেস্টার জামে মসজিদ প্রতিষ্ঠায় তার ও অন্যান্যদের ভূমিকার কথা তুলে ধরে ভবিষ্যতে সুন্দর পরিবেশের জন্য ইলেকশান নয়, সিলেকশনের মাধ্যমে কমিটি গঠনের আহ্বান জানান।

বক্তারা মসজিদের নজিরবিহীন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের বলিষ্ঠ ভূমিকার কথা উল্লেখ করে তাদের ধন্যবাদ জানান।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর নবনির্বাচিত কমিটির উদ্দেশ্যে বলেন, মসজিদের মুসুল্লিরা আগামী দু’বছরের জন্য আপনাদের ওপর পবিত্র দ্বায়িত্ব অর্পণ করেছেন। তিনি মুসুল্লিদের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ভালো বা মন্দ সকল কাজের জন্য মুসুল্লিদের কাছে আপনাদের জবাবদিহী করতে হবে।

পরে নর্থ ব্রঙ্কস জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের খতীব মাওলানা মো: মাসহুদ ইকবাল বিশেষ মুনাজাত পরিচালনা করেন। শপথ অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করা হয়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ২৬, ২০১৭ ১০:২৫ পূর্বাহ্ণ