নিজস্ব প্রতিবেদক:
যশোরে একটি গাড়ির ওয়ার্কশপে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
সোমবার রাতের ওই আগুনে একটি কাভার্ডভ্যান ও কয়েকটি ট্রাক পুড়ে গেছে বলে জানিয়েছেন যশোর ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক পরিমলচন্দ্র কুণ্ডু।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নাইমুর রহমান জানান, রাত সাড়ে আটটার দিকে যশোর-ঢাকা মহাসড়কে কিসমত নওয়াপাড়া এলাকায় রজনীগন্ধা ফিলিং স্টেশনের পাশে একটি ওয়ার্কশপে আগুন লাগে। আগুনে পুড়ে দুইজন নিহত হয়েছে। তবে মরদেহ পুড়ে যাওয়ায় তাদের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।