১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৩৬

হাতিরঝিলে ব্রিজের রেলিং ভেঙে গাড়ি নিচে, আহত ৪

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর হাতিরঝিলে ওভারপাসের রেলিং ভেঙে একটি প্রাইভেটকার নিচের সড়কে পড়ে গিয়ে নারীসহ চারজন আহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে রামপুরা মহানগর আবাসিক এলাকা সংলগ্ন হাতিরঝিলের ২ নম্বর ওভারপাসে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, রাতে একটি কালো রঙের এলিয়ন প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে এক নারীসহ চারজন আহত হন। হাতিরঝিল এলাকায় ঘুরতে আসা লোকজন আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে গেছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, একটি কালো রঙের এলিয়ন প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে চারজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ২৬, ২০১৭ ৯:৪৫ পূর্বাহ্ণ