১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৮

প্রাথমিকের সহকারী শিক্ষকদের আন্দোলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক:

বেতন স্কেলে বৈষম্য দূর করার দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। প্রাথমিকের প্রতিনিধি দলের সদস্যরা এ তথ্য জানিয়েছেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিকের শিক্ষক প্রতিনিধি দলের সদ্স্য তপন কুমার মণ্ডল। তিনি বলেন, মন্ত্রী আমাদের বলেছেন তিনি আমাদের দাবি-দাওয়াগুলো বিবেচনা করবেন।

আজ সোমবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের মিন্টো রোডের বাসভবনে তাঁর সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনরত সহকারী শিক্ষকরা।

বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, না খেয়ে দাবি আদায় করা সম্ভব না। দাবি-দাওয়া পূরণ করতে হলে আলাপ-আলোচনা করতে হয়। আলাপ-আলোচনার মাধ্যমে দাবি আদায় করা যায়।

জানা গেছে, আজ সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, প্রাথমিক ও গণশিক্ষা সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান, প্রাথমিক অধিদফতরের মহাপরিচালকের উপস্থিততে আন্দোলনরত প্রাথমিকের সহকারী শিক্ষকরা শরবত খেয়ে অনশন ভাঙবেন।

উল্লেখ্য, বেতন বৈষম্য নিরসনের দাবিতে গত ২৩ ডিসেম্বর সকাল ১০টায় বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের উদ্যাগে এ অনশন কর্মসূচি শুরু হয়। আর এ কর্মসূচিতে যোগ দেন সহকারী শিক্ষকদের ১০টি সংগঠনের হাজার হাজার শিক্ষকরা।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ডিসেম্বর ২৫, ২০১৭ ৫:৫৪ অপরাহ্ণ