১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৮

ফিলিপাইনে বাস দুর্ঘটনায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিপাইনের উত্তরাঞ্চলে সোমবার ক্রিসমাস ডের অনুষ্ঠানে যাওয়ার সময় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন তীর্থযাত্রী নিহত হয়েছে। দেশটির পুলিশ বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ফিলিপাইনের পুলিশ জানায়, ম্যানিলার প্রায় ২০০ কিলোমিটার উত্তরের আগু শহরে একটি বড় বাসের সঙ্গে ছোট বাসের মুখোমুখি সংঘর্ষ হলে প্রাণহানির এ ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তা ভানাসা আবুবো বলেন, শহরের কাছেই একটি বিখ্যাত ক্যাথলিক চার্চ রয়েছে, যার নাম আওয়ার লেডি অব মানাওয়াগ চার্চ। তারা মানাওয়াগে পান উৎসবে যোগ দেওয়ার চেষ্টা করছিল।

উল্লেখ্য, শত শত বছরের পুরনো আওয়ার লেডি অব মানাওয়াগ চার্চ প্রধানত ক্যাথলিক ভক্তদের কাছে একটি জনপ্রিয় তীর্থ স্থান।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :ডিসেম্বর ২৫, ২০১৭ ৫:১১ অপরাহ্ণ