স্পোর্টস ডেস্ক:
প্রথম তিন ম্যাচ জিতে ইংল্যান্ডের বিপক্ষে ইতোমধ্যেই অ্যাশেজ সিরিজ নিশ্চিত করে ফেলেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এবার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার মিশন শুরু করছে অসিরা। সেই লক্ষ্য নিয়ে আগামীকাল মেলবোর্নে বক্সিংডে টেস্টে ইংলিশদের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। অন্যদিকে, সিরিজ হারলেও বাকি দুই টেস্টে ভালো পারফরমেন্স করার প্রত্যয় নিয়ে চতুর্থ ম্যাচ খেলতে নামছে ইংল্যান্ড। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট।
সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়ায় এবার পারফরমেন্সে ধারাবাহিকতা বজায়ে রেখে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করতে চায় স্বাগতিকরা। নতুন মিশন সম্পর্কে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ বলেন, ‘সিরিজ শুরুর আগ থেকেই আমাদের বেশক’টি পরিকল্পনা ছিলো। আমরা সঠিকভাবেই আমাদের পরিকল্পনাগুলো কাজে লাগিয়েছি। তাই দু’ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করেছি। এবার আমাদের সামনে নতুন মিশন। প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের সুযোগ পেয়েছি আমরা। এই সুযোগ কাজে লাগাতে চাই।’ সিরিজ হেরে যাবার পরও নিজের আত্মবিশ্বাস ফেরানোর আপ্রাণ চেষ্টা করছে ইংল্যান্ডের খেলোয়াড়রা। এজন্য বাকী দু’টেস্টে জ্বলে উঠার ইঙ্গিতও দিয়ে রাখলেন ইংলিশ উইকেটরক্ষক জনি বেয়ারস্টো, ‘রুটের অধীনেই আমরা ম্যাচ জিততে চাই। রুটকে আমরা ঋণী রাখতে চাই না, নিজেদের কাছে আমরা ঋণী থাকতে চাই। তাই বাকী দু’টেস্টে আমরা জ্বলে উঠতে চাই এবং জিততে চাই।’
দৈনিকদেশজনতা/ আই সি