১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৪

ডেলের নতুন কনভার্টেবল ল্যাপটপ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:

ইন্সপায়রন সিরিজে নতুন কনভার্টেবল ল্যাপটপ বাজারে আনলো যুক্তরাষ্ট্রের শীর্ষ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ডেল। এই সিরিজে নতুন তিনটি ল্যাপটপ বিক্রি করছে প্রতিষ্ঠানটি। এসব ল্যাপটপ যেমন যেমন পাতলা তেমনি শক্তপোক্ত। ল্যাপটপগুলো ভারতের বাজারে পাওয়া যাচ্ছে।

আল্ট্রা থিন এই ল্যাপটপগুলোর মডেল ইন্সপায়রন ১৩ ৭০০০, ইন্সপায়রন ১৫ ৭০০০ এবং ইন্সপায়রন ১৩ ৫০০০। ইন্সপায়রন ১৩ ৭০০০ ল্যাপটপটি টু ইন ওয়ান ল্যাপটপ। এতে কোর ফাইভ প্রসেসর ব্যবহার করা হয়েছে। কোর আই সেভেন প্রসেসরেও ল্যাপটপটি পাওয়া যাবে। ইন্সপায়রন ১৫ ৭০০০ ল্যাপটপটি কোর আই ফাইভ এবং কোর আই সেভেন চিপসেটে পাওয়া যাব।

ইন্সপায়রন ১৩ ৫০০০ সিরিজের ল্যাপটপটি দুইটি ভার্সনে পাওয়া যাবে। একটিতে আছে কোর আই ফাইভ চিপসেট। অন্যটিতে রয়েছে কোর আই সেভেন প্রসেসর। ল্যাপটপগুলোর দাম ভারতের বাজারে ৭৭ হাজার টাকা থেকে শুরু।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ২৫, ২০১৭ ১২:৫০ অপরাহ্ণ