১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৭

৩০ ডিসেম্বর কোর্টে ফিরছেন সেরেনা

স্পোর্টস ডেস্ক:

দীর্ঘ ১১ মাস বিরতির পর টেনিস কোর্টে ফিরছেন সাবেক এক নাম্বার টেনিস তরকা সেরেনা উইলিয়ামস। ৩০ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে অনুষ্ঠিতব্য মুবাদালা টেনিস চ্যাম্পিয়নিশিপে অংশগ্রহণ করছেন মহিলা এককে ২৩ বার গ্রান্ড স্লাম জীয় এ আমেরিকান। এর আগে এ বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে সর্বশেষ কোর্টে নেমেছিলেন ৩৬ বছর বয়সী এ টেনিস তারকা।

অন্তঃসত্বা হওয়ায় ১১ মাস আগে অস্ট্রেলিয়ান ওপেনে নিজের ২৩তম গ্র্যান্ড স্লাম জিতে কোর্ট থেকে সাময়িক বিদায় নেন মেয়েদের সিঙ্গেল টাইটেলে দ্বিতীয় সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ী সেরেনা। সেপ্টেম্বরে এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

কামব্যাক ম্যাচে সেরেনা মুখোমুখি হবেন ফ্রেঞ্চ ওপেন জয়ী লাটিভিয়ার তারকা জেলিনা অস্টাপেঙ্কোর। এর মধ্যে দিয়ে আবু ধাবির এই ইভেন্টে তারাই হবেন প্রথম নারী অংশগ্রহণকারী।

এক বিবৃতিতে সেরেনা বলেন, ‘আমি খুবই আনন্দিত যে, মেয়ের জন্মের পর প্রথমবারের মতো আবু ধাবিতে কোর্টে ফিরছি। মুবাদালা টেনিস চ্যাম্পিয়নশিপ বিশ্ব পুরুষ টেনিসে গুরুত্বপূর্ণ ইভেন্ট এবং আমি খুবই উদ্দীপ্ত যে, পুরুষদের কোন ইভেন্টে প্রথম নারী হিসাবে অংশগ্রহণের মাধ্যমে কোর্টে ফিরবো।’

সেরেনার ফিরে আসার মধ্য দিয়ে মারিয়া শারপোভার সাথে তার প্রতিদ্বন্দ্বীতা নতুন করে জাগিয়ে তুলবে। রাশিয়ান এ টেনিস তারকাও বছরের শুরুতে ডোপ ব্যান কাটিয়ে কোর্টে ফিরেছেন। এবছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে বড় বোন ভেনাস উইলয়ামকে ৬-৪, ৬-৪ ব্যাবধানে হারিয়ে রোকর্ড ২৩তম টাইটেল জিতে নেন সেরেনা। তিনি সে সময় দুই মাসের অন্তঃসত্বা ছিলেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ২৫, ২০১৭ ১২:৪৪ অপরাহ্ণ