৩রা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৩০

বেনাপোলে ভারতীয় শাড়িসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক :

যশোরের বেনাপোলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে রোববার বিকেলে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি কাপড় আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
এ সময় আরিফুল ইসলাম (৩৫) নামের এক যুবককেও আটক করা হয়। আটক আরিফুল ইসলাম নারায়ণগঞ্জ জেলার দক্ষিণ রুপসী এলাকার আবু সাঈদের ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় এক যুবক বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ঢাকায় পাচার করবে। এ সময়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনের সড়কে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বেনারশি ও জর্জেট শাড়িসহ আরিফুল ইসলামকে আটক করা হয়।
এসব শাড়ির সীজার মূল্য প্রায় দেড়কোটি টাকা। আটককৃত আসামীকে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
আটক মালামাল বেনাপোল কাস্টমস গুদামে জমা করা হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ২৪, ২০১৭ ৮:২৪ অপরাহ্ণ