২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০০

হোলসিমকে ৫০৪ কোটি ৭৮ লাখ টাকায় কিনবে লাফার্জ

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে ব্যবসারত হোলসিমের শেয়ার ক্রয়ে লাফার্জ সুরমা সিমেন্টকে ব্যয় করতে হবে ৫০৪ কোটি ৭৮ লাখ ১৯ হাজার ৯৪০ টাকা। বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত দরে হোলসিম বাংলাদেশের সব শেয়ার কিনবে লাফার্জ সুরমা সিমেন্ট। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

হোলসিমের শেয়ার ক্রয়ের খবরে এরই মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে বিক্রেতা সংকটে ভুগছে লাফার্জ সুরমা সিমেন্ট। দুপুর সাড়ে ১২টা নাগাদ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.৯৪৫ শতাংশ। এ সময় কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৫৯.৭ টাকা।

লাফার্জ সুরমা সিমেন্ট সূত্র জানায়, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের পরিষদ সভায় কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) সংশোধিত ক্রয়-বিক্রয় চুক্তি বাস্তবয়নের অনুমোদন দিয়েছে। ফলে বাংলাদেশে কোম্পানিগুলোর একীভূত হওয়ায় আর কোনো বাধা রইল না।

জানা যায়, বিশ্বব্যাপী ব্যবসা সম্প্রসারণে একীভূত হয়েছে লাফার্জ ও হোলসিম। এরই ধারাবাহিকতায় বাংলাদেশও নাম পরিবর্তন করে কোম্পানিটি। কিন্তু বাংলাদেশ ব্যাংকের বিধি মোতাবেক, তালিকাবহির্ভূত কোম্পানির শেয়ার বিক্রির অর্থ বিদেশে বিক্রেতা কোম্পানির হেডকোয়ার্টারে পাঠাতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোনের প্রয়োজন হয়। তাই, লাফার্জ ও হোলসিমের শেয়ার ক্রয়-বিক্রিয়ে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের জন্য আবেদন করে কোম্পানিগুলো।

গত ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক তাদের এ অধিগ্রহণ বাবদ ৫০৪ কোটি ৭৮ লাখ ১৯ হাজার ৯৪০ টাকা বিদেশে পাঠানোর অনুমোদন দেয়। সর্বশেষ গতকাল (২৩ ডিসেম্বর) লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের পরিষদ সভায় কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) সংশোধিত ক্রয়-বিক্রয় চুক্তি বাস্তবয়নের অনুমোদন দেওয়া হয়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ২৪, ২০১৭ ৩:৪৬ অপরাহ্ণ