১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৬

যুদ্ধ প্রস্তুতির নির্দেশ পাচ্ছে মার্কিন সেনারা

আন্তর্জাতিক ডেস্ক:

পরমাণু অস্ত্র পরীক্ষা নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের চরম অবনতি ঘটেছে যুক্তরাষ্ট্রের। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সম্প্রতি উত্তর কোরিয়ার উপর যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত অর্থনৈতিক অবরোধের পরিধি বৃদ্ধির পর প্রতিক্রিয়া জানিয়েছে পিয়ংইয়ং। জানিয়েছে, এই ধরনের সিদ্ধান্তকে তারা যুদ্ধের আহ্বান হিসেবেই দেখছে। এমন অবস্থায় বসে নেই যুক্তরাষ্ট্রও। মার্কিন সেনাবাহিনীতেও যুদ্ধের দামামা বাজছে। সম্প্রতি নরওয়ে’তে থাকা যুক্তরাষ্ট্রের প্রায় ৩শ’ মেরিন সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি রোববার এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি কমান্ডার জেনারেল রবার্ট নেলার বিষয়টি মেরিন সেনাদের জানিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার তিনি বলেছেন, সামনে কঠিন যুদ্ধে জড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তাই যে কোনো সময় যুদ্ধে অংশ নেয়ার জন্য মেরিন সেনাদের প্রস্তুত থাকতে হবে। অবশ্য সেটি রক্ষক্ষয়ী যুদ্ধ হবে কিনা, সে ব্যাপারে পরিস্কার করে কিছু বলেননি নেলার। শুধু জানিয়েছেন, আমার ধারণা ভুলও হতে পারে। তবে সামনে যুদ্ধ আসছে। তোমরা এরই মধ্যে সংঘাতে জড়িয়ে গিয়েছ। তোমাদের উপস্থিতিতেই তথ্যগত এবং রাজনৈতিক যুদ্ধ শুরু হয়ে গেছে।

এর আগে জেনারেল নেলার ট্রন্ডহেইমে মেরিন রোটেশনাল ফোর্স পরিদর্শণে গিয়েছিলেন। ওসলো থেকে প্রায় ৩শ’ মাইল উত্তরে অবস্থিত স্টেশনটি চলতি বছরের জানুয়ারিতে যাত্রা শুরু করে। নরওয়েতে তাদের উপস্থিতি ন্যাটো এবং ইউরোপীয় সেনাদের বড় ধরনের সহযোগিতায় এগিয়ে আসবে বলেই মনে করা হচ্ছে। এছাড়া প্রচণ্ড ঠান্ডা আর পর্বতাঞ্চলের মতো কঠিন পরিস্থিতিতে টিকে থেকে যুদ্ধ চালিয়ে যেতে তাদের প্রশিক্ষণ বড় ধরনের ভূমিকা রাখবেও বলে মনে করা হচ্ছে। অবশ্য জেনারেল নেলার এবং অন্য সামরিক কর্তারা মেরিন সেনাদের জানিয়ে দিয়েছেন, শান্তিপূর্ণ মিশনের সম্ভবত সমাপ্তি ঘটতে চলেছে। খুব শীঘ্রই তাদের যুদ্ধের জন্য প্রয়োজন হবে।

মিলিটারি ডট কমের বরাত দিয়ে এনডিটিভি জানায়, স্পষ্ট না করলেও নেলার ধারণা দিয়েছেন যে, মধ্যপ্রাচ্যের বাইরে রাশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় এলাকায় দিকে নজর বাড়াতে হবে। মার্কিন মেরিন সেনাদের শীর্ষস্থানীয় জেনারেল নেলার মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফ’এর একজন সদস্য। পেন্টাগনের গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপের পেছনে যারা কাজ করে থাকেন, তিনি তাদের মধ্যে অন্যতম। ফলে জেনারেল নেলারের কথা উড়িয়েও দেয়া যাচ্ছে না।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ২৪, ২০১৭ ২:৫২ অপরাহ্ণ