১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১১

সাভারে পৃথক হামলায় আহত ৪

নিজস্ব প্রতিবেদক :

পাওনা টাকা না দেওয়ায় সাভারে এক দম্পতিকে পিটিয়ে আহত করেছে পাওনাদার। শনিবার বিকেলে সাভারের আড়াপাড়া রশিদ মেম্বারের মোড় এলাকায় একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, রশিদ মেম্বারের মোড় এলাকার ভাড়াটে লাকি বেগম স্থানীয় প্রতিবেশী তুষারের কাছ থেকে ৫ ডিসেম্বর এক হাজার টাকা ধার নেন। শনিবার ধারের টাকা না দেয়ায় পাওনাদার তুষার ও তার বন্ধুরা লাকি বেগমের স্বামী অটোরিকসাচালক মজিবর খাঁনকে পিটিয়ে জখম করে। এ সময় মজিবরের স্ত্রী লাকি বেগম তাকে বাঁচাতে গেলে লাকি বেগমকেও তারা পিটিয়ে জখম করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান।
এদিকে, মজিবরের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অপরদিকে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারের ব্যাংক কলোনী এলাকায় মানিক নামের এক শিশুকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
এছাড়াও কিক্রেট খেলাকে কেন্দ্র করে সাভারের ভাগলপুর এলাকায় শফিকুল ইসলাম নামের এক শিশুকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। পরে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ সব ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সাভার মডেল থানার (ওসি) মোহসিনুল কাদির।
এঘটনায় সাভার মডেল থানায় তিনটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ২৩, ২০১৭ ৮:৪৫ অপরাহ্ণ