১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:০৭

কল্যাণ পার্টির মহাসচিবকে ৪ দিনের রিমান্ড দিল আদালত

নিজস্ব প্রতিবেদক :

প্রায় ৪ মাস নিখোঁজ থাকার পর বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমানকে গ্রেপ্তারের পর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা হামলা মামলায় শনিবার বিকালে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তার এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে আমিনুর রহমানকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার পরিদর্শক জিহাদ হোসেন ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ আবদুর রউফ জামিনের আবেদন করেন।

শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে আমিনুর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য গত ২৭ আগস্ট রাত ১০টার দিকে কল্যাণপার্টির পল্টন কার্যালয়ের সামনে থেকে নিখোঁজ হন। এর তিনদিন পর আমিনুরের নিখোঁজ হওয়ার বিষয়ে ৩০ আগস্ট তেজগাঁও থানায় একটি জিডি করা হয়।

প্রসঙ্গত, শুক্রবার রাতে গুলশান থেকে আমিনুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগ।

দৈনিক দেশজনতা/এন এইচ

 

প্রকাশ :ডিসেম্বর ২৩, ২০১৭ ৮:৩৯ অপরাহ্ণ