১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৮

ভারতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর দেয়াল ভেঙে নদীতে পড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। এতে মারা গেছে ৩০ জন। আহত প্রায় ১৫ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের সাওয়াই মাধোপুর দুবি অঞ্চলে। বনস নদীতে পড়ে যায় বাসটি। উদ্ধারকার্য চলছে।

পুলিশের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানায়, বাসটি সাওয়াই মাধোপুর থেকে লালকোট যাচ্ছিল। বনস নদীর উপর সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নদীতে গিয়ে পড়ে। ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলী বাহিনী পৌঁছে উদ্ধারকাজ শুরু করছে। নদী থেকে বাসটি উদ্ধার করা হয়েছে।

২৭ জন যাত্রীর দেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার করা গিয়েছে কয়েকজন আহতদেরও। তাদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাকিদের খোঁজ চলছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করছে প্রশাসন। বাসটিতে কত যাত্রী ছিল সে বিষয়ে স্পষ্ট জানা যায়নি। পাশাপাশি, কীভাবে বাসটি নিয়ন্ত্রণ হারাল সে বিষয়টাও স্পষ্ট নয় বলে প্রশাসন সূত্রে খবর।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ২৩, ২০১৭ ৬:২৪ অপরাহ্ণ