১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৫

লালপুরে তুচ্ছ ঘটনার জেরে এক গাছিকে হত্যা

লালপুর (নাটোর) প্রতিনিধি :

নাটোরের লালপুরে তুচ্ছ ঘটনার জের ধরে ছুরিকাঘাতে আরজ আলী (৫৫) নামের এক গাছিকে হত্যা করা হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) সকাল অনুমানিক ৬ টার দিকে উপজেলার মোহরকয়া পিয়াদা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেছে। নিহত আরজ আলী একই গ্রামের মৃত আব্দুস সোবহান আলীর ছেলে।
লালপুর থানা ও এলাকাবাসি সূত্রে জানাযায়, উপজেলার মোহরকয়া গ্রামের মৃত আব্দুস সোবহান আলীর ছেলে ৪ সন্তানের জনক আরজ আলীর সাথে তার প্রতিবেশী মৃত ফরিদ আলীর ছেলে আশরাফুল ইসলামের পূর্ব থেকেই বিরোধ ছিল। আরজ আলী আশরাফুলের বিয়ে ভেঙ্গে দিচ্ছে বলে অভিযোগ তুলে গত ২/৩ দিন পূর্বে মোহরকয়া বাজারে ঊভয়ের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। এসময় স্থানীয়রা তা তাৎক্ষনিক বিবাদটি মিটিয়ে দেন।
শনিবার সকাল ৬ টার দিকে আরজ আলী খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে আশরাফুল ইসলাম (৩৫) হঠাৎ করে আরজ আলীর পিঠের বাম পাজরে ছুরিকাঘাত করলে আরজ আলীর আর্ত চিৎকারে এলাকাবাসি এগিয়ে এলে আশরাফুল পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
ডাক্তার মো: মজিবুল হক সবুজ জানান, ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়েছে।
লালপুর থানা পুলিশ আরজ আলীর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। আশরাফুল একই গ্রামের মৃত ফরিদ আলীর পুত্র সে ২ কন্যা সন্তানের জনক । আশরাফুলকে আটকের জন্য পুলিশ অভিযানে নেমেছে। এঘটনায় আরজ আলীর ছেলে খোকন বাদী হয়ে লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এঘটনায় লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে । বিষয়টি তদন্ত করে আইনাগত ব্যবস্থা নেওয়া হবে ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ২৩, ২০১৭ ৫:৩৪ অপরাহ্ণ