মাগুরা প্রতিনিধি:
মাগুরা মোহাম্মদপুর উপজেলার বাবুখালী কলেজে অফিস সহকারী নিয়োগ নিয়ে কলেজের অধ্যক্ষ একাধিক প্রার্থীর কাছ থেকে উৎকোচের টাকা গ্রহণ করেছে বলে অভিযোগ উঠেছে। কাউকে নিয়োগ না দিয়ে প্রতারণার অভিযোগে অধ্যক্ষের কক্ষে ঢুকে তাকে মারপিট ও ভাংচুর করে সকল শ্রেণি কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে উৎকোচের টাকা দেয়া চাকরি প্রাথীরা। গতকাল শুক্রবার বাবুখালী কলেজে এ ঘটনা ঘটে।
বাবু খালী পুলিশ ফাড়ির এস.আই. রিয়াজুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে কয়েক দিন ধরে উত্তেজনা চলে আসছিলো। শুক্রবার একদল লোক অধ্যক্ষর কক্ষে ঢুকে তাদের দেয়া ঘুষের টাকা ফেরত চায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটা কাটি শুরু হলে ক্ষিপ্ত জনগণ অধ্যক্ষ কে মারপিট শুরু করে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও পুলিশ পাহারায় অধ্যক্ষকে তার বাড়িতে পৌঁছে দেয়া হয়।
এ ব্যাপারে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নিয়োগ বাণিজ্যের টাকা লেন-দেনের কথা তিনি ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন। বিষয়টি তদন্ত করে দেখা হবে ও আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসী জানায়, অধ্যক্ষ সৈয়দ রবিউল ইসলাম অফিস সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে ১০ জন প্রার্থীর কাছ থেকে উৎকোচের টাকা গ্রহণ করেছেন। তাদের কাউকে নিয়োগ না দিয়ে প্রতারণা কারণে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। তাদের পাওনা টাকা অধ্যক্ষর কাছে ফেরত চাইলে তিনি তা ফেরত না দেয়ার কারণে পাওনাদার যুবকরা এঘটনা ঘটাতে বাধ্য হয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি