১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩৮

ইছামতি নদীতে যুবকের লাশ

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার সীমান্ত সংলগ্ন ইছামতি নদী থেকে ওবায়দুল ইসলাম (২১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ইছামতি নদীর হাড়দ্দাহ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওবায়দুল ইসলাম জেলার দেবহাটা উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের অদুদ গাজীর ছেলে। সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ইছামতি নদী থেকে ওবায়দুল ইসলাম নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এদিকে, খবর পেয়ে সকালে হাড়দ্দাহ গিয়ে মরদেহ সনাক্ত করেছেন ওবায়দুল ইসলামের বড় ভাই অলিউল ইসলাম। তিনি জানান, গত ১৮ ডিসেম্বর বাবার সাথে অভিমান করে বাড়ি থেকে চলে যায় ওবায়দুল। শনিবার স্থানীয়দের দেয়া খবর পেয়ে এসে দেখি তার লাশ পড়ে রয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :ডিসেম্বর ২৩, ২০১৭ ১১:২৮ পূর্বাহ্ণ