১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৯

সৌদি আরবে ৫ সপ্তাহে আড়াই লাখ অভিবাসী আটক

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক: 

অবৈধভাবে থাকার দায়ে সৌদি আরবে গত পাঁচ সপ্তাহে ২ লাখ ৫৩ হাজার ৮৬ জন অভিবাসীকে আটক করা হয়েছে। এর মধ্যে ৫৪ হাজার ৯২ জনকে নিজ দেশে পাঠিয়ে দেয়া হয়েছে। শনিবার সৌদি গেজেট এ খবর প্রকাশ করেছে। গত ১৫ নভেম্বর থেকে ওই ধরপাকড় শুরু হয়। এর মধ্যে আবাসিক আইন ভঙের দায়ে ১ লাখ ৩৬ হাজার ৯৯৭, শ্রম আইন ভঙের দায়ে ৮৩ হাজার ১৫১ এবং সীমান্ত প্রতিরক্ষা আইন ভঙের দায়ে ৩২ হাজার ৯৩৮ জনকে আটক করা হয় বলে জানিয়েছে সৌদি প্রেস অ্যাজেন্সি।
আইনভঙ্গকারীদের আশ্রয় দেয়ার অভিযোগ ৫৩৩ জনকে আটক করা হয়েছে। ৩৬ হাজার ৯৪২ জনের বিরুদ্ধে আইন ভঙের দায়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ৩৭ হাজার ২৩০ জন ভ্রমণ বিষয়ে কাগজ ইস্যু করার জন্য তাদের নিজ নিজ দূতাবাসে পাঠিয়ে দেয়া হয়েছে। ৪১ হাজার ৩২৬ জন বাড়ি ফেরার অপেক্ষায় আছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :ডিসেম্বর ২৩, ২০১৭ ১০:৪৩ পূর্বাহ্ণ