আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যে জাতীয় নিরাপত্তা কৌশল ঘোষণা করেছেন তাকে আক্রমণাত্মক বলে উল্লেখ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির তাস সংবাদ সংস্থার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। খবরে বলা হয়, গতকাল শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বোর্ড মিটিংয়ে পুতিন বলেন, ‘যুক্তরাষ্ট্র সম্প্রতি নতুন প্রতিরক্ষা কৌশল ঘোষণা করেছে। কূটনীতিক ভাষায় বলতে গেলে একে আত্মরক্ষামূলক বলা চলে। কিন্তু আমরা যদি সামরিক ভাষায় বলি তাহলে এটি আক্রমণাত্মক।’ তিনি বলেন, ‘বাস্তব কাজের ক্ষেত্রে এটিকে অবশ্যই আমাদের গুরুত্বের সঙ্গে নিতে হবে।’
প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো গত মঙ্গলবার ৫৫ পৃষ্ঠার জাতীয় নিরাপত্তা কৌশল ঘোষণা করেন। ট্রাম্পের ওই জাতীয় নিরাপত্তা কৌশলে চীন ও রাশিয়াকে ‘সংশোধনবাদী রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি