১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৫৪

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু, আহত ৭

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স খাদে পড়ে একজন নিহত এবং আহত হয়েছেন অন্তত সাতজন। শুক্রবার সকাল ৮টার দিকে তীব্র কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স ঢাকা থেকে শিবচরের দিকে আসছিল। এসময় ঢাকা-খুলনা মহাসড়কে কুয়াশার প্রকোপ তীব্র হলে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি খাদে পড়ে যায়। এতে অ্যাম্বুলেন্সে থাকা সাহেরা বেগম (৭০) ঘটনাস্থলেই মারা যান। আহত হন অ্যাম্বুলেন্সে থাকা আরও সাত যাত্রী ও চালক। তাদের উদ্ধার করে শিবচর ও ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে চালকের অবস্থা আশঙ্কাজনক। তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে নেয়া হয়েছে।

নিহত সাহেরা বেগম শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের খাড়াকান্দি গ্রামের মোখছেদ মোল্লার স্ত্রী। চিকিৎসা শেষে তিনি ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ২২, ২০১৭ ১০:৫৮ পূর্বাহ্ণ