১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৩

আল্লামা শফী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক:

হেফাজতে ইসলামের আমির, হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবার চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় শাহ আহমদ শফীকে।

হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক  বলেন, আল্লামা আহমদ শফীর বয়স বর্তমানে ৯৫। তিনি বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন। গতকাল হঠাৎ করেই বেশি অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজিজুল হক আরো বলেন, গতকাল থেকে আজ শাহ আহমদ শফীর অবস্থার কিছু উন্নতি হয়েছে। এ সময় তিনি হেফাজতের আমিরের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ২০, ২০১৭ ৪:৪৫ অপরাহ্ণ