১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৭

তরুণীদের ছবি প্রকাশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বলেছেন, রেইনট্রি হোটেলে অস্ত্রের মুখে ধর্ষণের শিকার তরুণীদের ছবি যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

দুই তরুণীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ এবং কয়েকটি অনলাইন পোর্টালে তাদের ছবি দিয়ে সংবাদ প্রকাশের বিষয়টি আব্দুল বাতেনের নজরে আনলে তিনি বলেন, ‘তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। বিষয়টি সাইবার ক্রাইম ইউনিটকে অবহিত করা হবে।’

প্রসঙ্গত, বনানীর রেইনট্রি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই তরুণী ২৮ মার্চ ধর্ষণের শিকার হয়। ঘটনার প্রায় এক মাস পরে তারা মামলা করেন। গত সপ্তাহ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযুক্ত সাফাত আহমেদের সঙ্গে নির্যাতনের শিকার এক তরুণীর ঘনিষ্ঠ ছবি প্রকাশ করে একটি গ্রুপ। এ নিয়ে চারদিকে সমালোচনা হচ্ছে।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ২০, ২০১৭ ৪:৩৪ অপরাহ্ণ