২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১৩

এক কেন্দ্রে জাতীয় পার্টি জয়ী

রংপুর প্রতিনিধি:

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে একটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ কেন্দ্রের ফলাফলে জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙ্গল) পেয়েছেন ৬৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সরফুদ্দীন আহমেদ ঝন্টু (নৌকা) ৩৩৪ এবং বিএনপির কাওসার জামান বাবলা (ধানের শীষ) ১১৭ ভোট পেয়েছেন। বৃহস্পতিবার ভোটগ্রহণ ও গণনা শেষে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা এ ফলাফল ঘোষণা করেন।

নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের ১৪১ নম্বর কেন্দ্র সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রের ছয়টি বুথে ইভিএমে ভোট গ্রহণ হয়। মেয়র পদে অন্যান্য প্রার্থীদের মধ্যে বাসদের আবদুল কুদ্দুস (মই) পেয়েছেন ২১ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের এ টি এম গোলাম মোস্তফা বাবু (হাতপাখা) পেয়েছেন ৬১, ন্যাশনাল পিপলস পার্টির সেলিম আখতার (আম) পেয়েছেন ৯ এবং স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ (হাতি) ১১ ভোট পেয়েছেন ।

ওই ছয় বুথে ভোটার রয়েছেন ২ হাজার ৫৯ জন। এর মধ্যে ভোট কাস্ট হয়েছে ১২৫২। এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীন ভোটগ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত। ৩৩ ওয়ার্ডে ১৯৩ কেন্দ্রে গ্রহণ করা হয় ভোট। এর মধ্যে একটির ফলাফল পাওয়া গেল।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :ডিসেম্বর ২১, ২০১৭ ৬:১৯ অপরাহ্ণ