২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৩১

টাইগারদের ব্যাটিং কোচ ম্যাকেঞ্জি

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে এখন হেড কোচ নেই। নেই ব্যাটিং কোচও। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে টাইগারদের ত্রিদেশীয় সিরিজ ও দ্বিপাক্ষিক সিরিজ রয়েছে। এই সিরিজের আগে চূড়ান্তভাবে প্রধান কোচ নিয়োগের কাজ হয়তো সম্পন্ন করতে পারবে না বিসিবি। আপাতত তেমন কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না।

তবে, ত্রিদেশীয় সিরিজের আগে টাইগারদের ব্যাটিং কোচ হিসাবে দক্ষিণ আফ্রিকা দলের সাবেক ক্রিকেটার নিল ম্যাকেঞ্জিকেই ব্যাটিং কোচ হিসাবে নিয়োগ দিতে পারে বিসিবি। আপাতত তেমনই গুঞ্জন। গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও বলেছেন যে, ত্রিদেশীয় সিরিজের আগে প্রধান কোচ হয়তো নিয়োগ হবে না। কিন্তু একজন ব্যাটিং পরামর্শক নিয়োগ দেয়া হতে পারে।

সবকিছু ঠিকঠাক থাকলে ম্যাকেঞ্জিই আসতে পারেন টাইগারদের ব্যাটিং কোচ হিসাবে। গত বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা দলের ব্যাটিং কোচ হিসাবে নিয়োগ পান নিল ম্যাকেঞ্জি। সর্বশেষ বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফরেও প্রোটিয়াদের ব্যাটিং কোচ হিসাবে দেখা গেছে তাকে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ২১, ২০১৭ ৬:০৬ অপরাহ্ণ