২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৪৭

অস্ট্রেলিয়ায় পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ায় আহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক :

অস্ট্রেলিয়ার মেলবোর্নে সড়কের একটি ব্যস্ত মোড়ে পথচারীদের ওপর এক ব্যক্তি গাড়ি উঠিয়ে দেওয়ায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবারের এ ঘটনায় অস্ট্রেলীয় পুলিশ গাড়ির চালকসহ দুজনকে আটক করেছে। ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, মেলবোর্নের কেন্দ্রস্থলে ফ্লিন্ডার্স সড়কের ব্যস্ত মোড়ে পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দেওয়া হয়।
আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, আহত ১৫ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, এটি একটি বেপরোয়া কাজ। তবে এটি সন্ত্রাসী কর্মকাণ্ড কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আরো সময় লাগবে। আটককৃত চালক ও অন্য ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ কমিশনার রাসেল ব্যারেট গণমাধ্যমকে বলেছেন, ‘এ ঘটনার উদ্দেশ্য এখনো জানা যায়নি।’ এদিকে, ওই এলাকা এড়িয়ে চলতে লোকজনকে নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

 

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ২১, ২০১৭ ৪:৩৫ অপরাহ্ণ