২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৫৫

ফোনকে বানান গেমিং কনসোল

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

গেমিং কনসোল দিয়ে গেম খেলে অনন্য অভিজ্ঞতা মেলে। যদিও অনেকেরই গেমিং কনসোল নেই। তাই তারা ফোনটিকেই বানিয়ে নিতে পারেন গেমিং কনসোল।  সম্প্রতি মটোরোলা একটি গেমিং প্যাড এনেছে। এই গেমপ্যাড দিয়ে মোবাইলকে বানিয়ে ফেলতে পারবেন একটি গেমিং কনসোলে। এর ফলে গ্রাহকরা ব্যবহার করতে পারবেন ডুয়াল কন্ট্রোল স্টিক, ডি-প্যাড আর ফোর অ্যাকশন বাটন।

এটি ব্যবহারে মিলবে ট্রু গেমিং এক্সপেরিয়েন্স। মডটি ভারতের বাজারে পাওয়া যাচ্ছে। দাম ৬ হাজার ৯৯৯ রুপি। এছাড়াও মটোরোলা এনেছে নতুন আপগ্রেডেট মটো জেবিএল সাউন্ডবুস্ট টু। এতে মিলবে বিল্ট ইন ১০ ঘন্টা অডিও প্লে ব্যাক। এই মডটিতে আছে ওয়াটার রিপেলেন্ট কোটিং। লাল, নীল ও কালো তিনটি রঙে পাওয়া যায় এই মড। দাম ৬ হাজার ৯৯৯ রুপি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ২১, ২০১৭ ২:৫৯ অপরাহ্ণ