১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৭

মটোরোলার কেসিংয়েই পাওয়ার ব্যাংক

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

স্মার্টফোনে চার্জ দিতে এখন অনেকেই পাওয়ার ব্যাংক ব্যবহার করেন। বাজারে মেলে বিভিন্ন প্রতিষ্ঠানের হরেক রকমের পাওয়ার ব্যাংক। এগুলোর শক্তি একেকটা একেক রকমের। পাওয়ার ব্যাংকের শক্তি নির্ভর করে এর মিলিঅ্যাম্পিয়ারের উপর। যে পাওয়ার ব্যাংকের মিলিঅ্যাম্পিয়ার যত বেশি সেটি ফোনকে তত বেশি সময় চার্জ দিতে সক্ষম। বাজারে এলো এমনটি একটি পাওয়ার ব্যাংক, যেটা ব্যবহার ফোন দ্রুত চার্জ হবে। এটি এনেছে লেনোভোর মালিকানাধীন প্রতিষ্ঠান মটোরোলা। এটি মূলত একটি কেসিং। এই কেসিং ফোনে ব্যবহার করলে  এটা ফোনকে নিজে থেকেই চার্জ দিয়ে সচল রাখবে। পাওয়ার ব্যাংকটির নাম টার্বো পাওয়ার।

অনেক সময় দেখা যায় পাওয়ার ব্যাংকে চার্জ দিতে বেশি সময় লাগে। সারা রাত চার্জ দিতে হয় এই ডিভাইসটিকে। কিন্তু মটোরোলার পাওয়ার ব্যাংকে ফাস্ট চার্জিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে।  ফলে এই পাওয়ার ব্যাংক মাত্র ৩০ মিনিটেই সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। আর চার্জ হয়ে গেলে এটিকে দীর্ঘক্ষণ ফোনে চার্জ দেয়ার জন্য ব্যবহার করা যাবে। সাধারণত পাওয়ার ব্যাংকগুলো চার্জ দেবার সময় অত্যাধিক গরম হয়। কিন্তু মটোরোলার নতুন এই পাওয়ার ব্যাংক চার্জ নেয়ার সময় খুব বেশি একটা গরম হয় না।

ভারতে কেউ ঘুরতে গেলে সেখান থেকে এই পাওয়ার ব্যাংকটি কিনে এনে ব্যবহার করতে পারেন। দাম ৭ হাজার ৯৯৯ রুপি। ভাবছেন দামটা একটু বেশি! আসলেই তাই। দাম বেশি। কিন্তু জিনিস ভালো। ভালো জিনিসের দাম একটু বেশিও হয়। এগুলো টেকেও বেশি দিন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ২১, ২০১৭ ২:৪৯ অপরাহ্ণ